বিগ ব্যাং ও সূর্যের সৃষ্টি

তিন শ হাজার বছর পর মহাবিশ্বের তাপমাত্রা এমন
একটি পর্যায়ে নেমে আসল যেটা পরমাণুর (Atom) গঠন তৈরি হতে
লাগল। মহাবিশ্বের প্রথম পরমাণু ছিল হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেস্ত একটিমাত্র
ইলেকট্রোন বিশিষ্ট। অর্থাৎ এতে প্রোটন আছে একটি যাকে কেন্দ্র করে ইলেকট্রনটি ঘুর্ণায়মাণ।আর হিলিয়ামে আছে দুইটি ইলেকট্রোন যা
অপর দুটি নিউট্রন ও দুটি প্রটোনকে কেন্দ্র করে ঘুরছে।
এভাবে কেটে যায় আরও প্রায় এক মিলিয়ন বছর। তখনো
এই নতুন মহাবিশ্ব কোনো গ্রহের জন্ম দেয়নি। তখন এটি উত্তপ্ত মেঘ ও ধুলিকণায় পূর্ণ
ছিল। আর এতে ছিল ৯৮% হাইড্রোজেন ও ২% হিলিয়াম। এটাকে বিজ্ঞানের পরিভাষায় নেবুলা
বলে।

১০ বিলিয়ন বছর অতিবাহিত হলো এভাবে। নেবুলার
মধ্যে শুরু হলো একধরনের ফিউশন রিঅ্যাকশন। এতে ক্ষুদ্র পরমাণুগুলোর পরস্পর সংঘর্ষে
বৃহদাকার পরমাণুতে পরিণত হয় এবংএর আকার ও আকৃতির পরিবর্তন ঘটে বৃত্তাকার চাকতির
গঠন প্রাপ্ত হয়। এই চাকতির কেন্দ্রস্থলে সৃষ্টি হয় এক অতি বৃহৎ আকৃতির গোলাকার বল
যা ক্রমান্বয়ে উত্তপ্ত হতে থাকে। এটিই আমাদের সূর্য।