প্রিয় বাংলাদেশ

World GMT

স্বপ্নময় শহর

Pleasure Reading

বিগ ব্যাং ও সূর্যের সৃষ্টি

বিগ ব্যাং ও সূর্যের সৃষ্টি

বিগ ব্যাং হচ্ছে মহা বিস্ফোরণ। এটি মহাবিশ্বের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে এ পর্যন্ত চলে আসা ধারণাগুলোর সর্বশেষ। তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং তাঁর A Brief History of Time বইটিতে বিগ ব্যাং ও মহাবিশ্বের সম্প্রসারণ বুঝানোর জন্য গাণিতিক সূত্র (E =MC2) ব্যবহার করেছিলেন। ১৫ বিলিয়ন বছর আগে এই মহাবিশ্ব একটি অসীম অথবা অতি ক্ষুদ্রাকার ভরসম্পন্ন একটি অতি উত্তপ্ত বিন্দুতে পুঞ্জীভূত ছিল যাকে বলা হয় সিঙ্গুলারিটি (Singularity)।  এরপর মাত্র এক সেকেন্ডের ব্যবধানে ঘটল এক মহা বিস্ফোরণ। এটাই বিগ ব্যাং।
তিন শ হাজার বছর পর মহাবিশ্বের তাপমাত্রা এমন একটি পর্যায়ে নেমে আসল যেটা পরমাণুর (Atom) গঠন তৈরি হতে লাগল। মহাবিশ্বের প্রথম পরমাণু ছিল হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেস্ত একটিমাত্র ইলেকট্রোন বিশিষ্ট। র্থাৎ এতে প্রোটন আছে একটি যাকে কেন্দ্র করে ইলেকট্রনটি  ঘুর্ণায়মাণ।আর হিলিয়ামে আছে দুইটি ইলেকট্রোন যা অপর দুটি নিউট্রন ও দুটি প্রটোনকে কেন্দ্র করে ঘুরছে।


এভাবে কেটে যায় আরও প্রায় এক মিলিয়ন বছর। তখনো এই নতুন মহাবিশ্ব কোনো গ্রহের জন্ম দেয়নি। তখন এটি উত্তপ্ত মেঘ ও ধুলিকণায় পূর্ণ ছিল। আর এতে ছিল ৯৮% হাইড্রোজেন ও ২% হিলিয়াম। এটাকে বিজ্ঞানের পরিভাষায় নেবুলা বলে।


১০ বিলিয়ন বছর অতিবাহিত হলো এভাবে। নেবুলার মধ্যে শুরু হলো একধরনের ফিউশন রিঅ্যাকশন। এতে ক্ষুদ্র পরমাণুগুলোর পরস্পর সংঘর্ষে বৃহদাকার পরমাণুতে পরিণত হয় এবংএর আকার ও আকৃতির পরিবর্তন ঘটে বৃত্তাকার চাকতির গঠন প্রাপ্ত হয়। এই চাকতির কেন্দ্রস্থলে সৃষ্টি হয় এক অতি বৃহৎ আকৃতির গোলাকার বল যা ক্রমান্বয়ে উত্তপ্ত হতে থাকে। এটিই আমাদের সূর্য।


বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার কে?


বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার
বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসু খাঁকে  টঙ্গীর গার্মেন্টস কর্মী শাহিদা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২.০৪.২০১৫) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুনাভ চক্রবর্তী এ দণ্ডাদেশ দেন। রসু খাঁর বিরুদ্ধে একে একে ১১ নারীকে হত্যার দায়ে অভিযুক্ত এটি প্রথম রায়।


বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার
রসু খা ছিলেন চাঁদপুরের মদনা গ্রামের এক সময়ের ছিঁচকে চোর। প্রেমে ব্যর্থ হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হন তিনি। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে মসজিদের মাইক চুরির মামলায় তিনি ধরা পড়েন। এরপর তার লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করেন ১১ নারীকে হত্যার কথা। রসু খাঁর টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। রসু যাদের হত্যা করেছে তাদের প্রায় সবাই ছিল গার্মেন্টস কর্মী। প্রেম-ভালবাসার অভিনয় করে নিম্নবিত্ত পরিবারের মেয়েদের ঢাকা ও টঙ্গি এলাকা থেকে চাঁদপুরে এনে প্রত্যন্ত এলাকায় নিয়ে যেতেন এবং তাদেরকে ধর্ষণের পর হত্যা করতেন।

পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল। তিনি পাল বংশের শ্রেষ্ঠ রাজা।

পাহাড়পুর বা সোমপুর বিহার।,image


নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত এই বৌদ্ধ বিহারের অপর নাম সোমপুর বিহার। এই সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।