বাংলাদেশের কোথায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বৃষ্টিপাত হয়?

বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালখালে।
এটা মনে রাখার একটা উপায় আছে। মনে মনে ভাববেন সর্বোচ্চ বৃষ্টির পানিটুকু সিলেটের "লাল" নামক খালে গিয়ে পড়ে।

বাংলাদেশের কোথায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বৃষ্টিপাত হয় image

আর সর্বোনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে।
এটা মনে রাখার ভাল একটা উপায় আছে। বৃষ্টির অভাবে নাটোরের ঐ জায়গাটি পুড়ে লাল হয়ে যায় অর্থাৎ লালপুর।