গ্রীন হাউজ কি?

শীত প্রধান দেশে অত্যধিক ঠাণ্ডার কারনে কোন গাছপালা জন্মাতে পারে না। তাই শীতপ্রধান দেশে অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষা করার জন্য কাঁচের তৈরি বিশেষ ঘরে শাক-সবজির গাছ লাগানো হয়।আর এই কাঁচের ঘরকেই গ্রীন হাউজে বলা হয়।

 এই ঘরে সূর্য থেকে তাপ প্রবেশ করার পর তা সহজে বের হতে পারে না।
 ফলে কাঁচের তৈরি ঘরটি বেশ গরম থাকে।
 আর এই তাপমাত্রা থেকে গাছ প্রয়োজনীয় তাপ গ্রহন করে বেঁচে থাকে।
বর্তমানে পৃথিবীর অবস্থাও ঠিক তেমনি। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকারী বেশ কিছু গ্যাসের পরিমান দিন দিন বৃদ্ধি পেয়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে।