আমাদের দেশে প্রতি বছর এপ্রিল মাসের প্রথম বুধবার "জাতীয় বুদ্ধি প্রতিবন্ধী দিবস" পালন করা হয়। দিবসটি ২০০১ সাল থেকে আমাদের দেশে পালন করা হয়। আন্তর্জাতিকভাবে ৩ ডিসেম্বর দিবসটি পালন করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক ও জাতীয় এই দুইভাবেই দিবসটি পালন করা হয়।
পৃথিবীতে এমন অনেক বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন যারা তাদের নিজ কর্ম গুনে পৃথিবীতে অনন্য স্থানে জায়গা করে নিয়েছেন।
এমন কয়েকজন হলেনঃ লুইজ ক্যারল, আইজ্যাক নিউটন, জর্জ ওয়াশিংটন, ভিনসেন্ট ভ্যান গগ, আইনস্টাইন, ডারউইনসহ আরো অনেকে।