বাংলাদেশ কবে মানব পতাকার বিশ্ব রেকর্ড গড়ে?

১৬ ডিসেম্বর ২০১৩। এই দিনে বিজয় দিবসকে স্মরণ করে ২৭,১১৭ জন মানুষ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা পতাকা গড়েছিল বাংলাদেশ। এতে সশস্ত্র বাহিনীর ৮০০০ সদস্য অংশ নিয়েছিল।

বাংলাদেশে মানব পতাকার বিশ্ব রেকর্ড, image


তবে রেকর্ডটি এখন নেপালের দখলে। ৩০ হাজার মানুষ নিয়ে তারা এই রেকর্ড করে।