ঢাকা কবে "মিউনিসিপ্যাল" (পৌরসভা) থেকে "মিউনিসিপ্যাল কর্পোরেশন" পরিণত হয়?

ঢাকা মিউনিসিপ্যাল (পৌরসভা) থেকে ১৯৭৮ সালে ঢাকাকে "মিউনিসিপ্যাল কর্পোরেশন" উন্নীত করা হয়।

"মিউনিসিপ্যাল" (পৌরসভা) থেকে "মিউনিসিপ্যাল কর্পোরেশন" -আমার বিশ্ব, image

ঢাকার প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়তে থাকে। মিউনিসিপ্যালে  জন-প্রতিনিধিত্ব করারোপের ব্যাপারে পৌরসভার প্রশাসনিক কাঠামোর প্রয়োজন দেখা দেয়। তাই বিভিন্ন মহল থেকে ঢাকা মিউনিসিপ্যাল (পৌরসভা) কে "মিউনিসিপ্যাল কর্পোরেশন" উন্নীত করার দাবি করা হয়। এসব কারনে  ঢাকা মিউনিসিপ্যাল (পৌরসভা) থেকে ১৯৭৮ সালে ঢাকাকে "মিউনিসিপ্যাল কর্পোরেশন" উন্নীত করা হয়। পূর্বে নির্বাচিত চেয়ারম্যানরাই কর্পোরেশনের দায়িত্ব পালন করতে থাকেন। সেই হিসেবে ব্যারিস্টার আবুল হাসনাত- যিনি ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, তিনিই নব্য গঠিত "ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন" এর মনোনীত মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। এই হিসেবে তিনিই "ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন" এর প্রথম মেয়র। তবে তিনি পূর্ব "ঢাকা মিউনিসিপ্যাল (পৌরসভা)" এর নির্বাচিত চেয়ারম্যান হলেও নতুন গঠিত সংস্থা "ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন" মেয়র হিসেবে মনোনীত হন। আগে ছিলেন তিনি চেয়ারম্যান, কিন্তু এখন তিনি অনির্বাচিত মেয়র।

"ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন" কে কবে "ঢাকা সিটি কর্পোরেশন" এ উন্নীত করা হয়?, image


লক্ষণীয় যে - ব্যারিস্টার আবুল হাসনাত ই আবার "ঢাকা সিটি কর্পোরেশন" এর প্রথম মেয়র হিসেবে মনোনীত হন। তবে এবার আর তিনি ধারাবাহিকতার কারনে "ঢাকা সিটি কর্পোরেশন" এর মেয়র মনোনীত হননি করন "ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন" এর সর্বশেষ প্রশাসক ছিলেন মোঃ নাজিউর রহমান মঞ্জু। ১৯৯০ সালে "ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন" কে "ঢাকা সিটি কর্পোরেশন" এ উন্নীত করা হয়।