বীর্যস্থলনের পরিমান নির্ভর করে মূলত স্বাস্থ্যর নানান অবস্থা, সেক্স-উপলব্ধি, মিলনের বিরতি ও অন্যান্য বিষয়ের উপর। তবুও বীর্যস্থলনের একটি গড়পড়তা হিসাব রয়েছে চিকিৎসা বিজ্ঞানে।
•২০-৩০
বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ৪ মিঃলিঃ।
• ৩০-৫০
বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ৩.৫ মিঃলিঃ।
• ৫০-৭০
বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ২ মিঃলিঃ।
• ৭০
উর্দ্ধ পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান ১ মিঃলিঃ এর মত।