গণ্ডারের শিং।
অবিশ্বাস্য হলেও সত্যি
যে হীরা বা সোনার চেয়েও বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী বস্তু গণ্ডারের শিং! এ কারণেই দক্ষিণ আফ্রিকায় প্রচুর সংখ্যক
গণ্ডার গুপ্ত শিকারের মুখোমুখি হন।
বর্তমান
বাজারদরের হিসাবে, এক গ্রাম গণ্ডারের শিংয়ের দাম সমপরিমাণ সোনা বা
হীরের থেকেও বেশি। এর প্রধান কারণ এশিয়ার বাজারে গণ্ডারের শিংয়ের বিশাল চাহিদা।
আর এ চাহিদার পেছনে রয়েছে এশিয়ার মানুষের একটি ভ্রান্ত ধারণা। তাদের ধারণা, গণ্ডারের শিংয়ে ক্যান্সার রোগ সারে।
সূত্র : বিবিসি