বাংলাদেশে একমাত্র গ্রিক-স্মৃতি কোথায় অবস্থিত?

গ্রিকদের একমাত্র স্মৃতি হিসেবে এখনো টিকে একটি সমাধি ক্ষেত্র যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিকট অবস্থিত। এটা দেখতে অনেকটা গ্রিক উপসনালয়ের মত। গ্রিক্রা যে এ দেশে এক সময় এসেছিল এটা অনেকই জানেন না। কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি-চিহ্নটি এখনো অক্ষত হয়ে তাদেরই অস্তিত্ব জানান দিচ্ছে।ভবনটির প্রবেশ দ্বারে আছে একটি মার্বেলের ফলক যাতে গ্রিক ভাষায় লেখা আছে –“যাদের তুমি বেছে নিয়েছ এবং সঙ্গে নিয়েছ তারা ভাগ্যবান।" সমাধি ক্ষেত্রে নয়টি সমাধি আছে।


A pice of Greek in Bangladesh- আমার বিশ্ব, image



ইতিহাস বলে, আরমেনীয়রা আসার এক শতাব্দী পর ঢাকায় আছে গ্রিকরা। ইউরোপীয়দের মধ্যে গ্রিকরাই সবার শেষে আসে। এক সময় বেশ কিছু গ্রিক এ দেশে বসবাস করে তাদের ভাগ্য ফিরালেও এখন তাদের রেখে যাওয়া স্মৃতি চিহ্ন বলতে শুধু এই সমাধিক্ষেত্রটিই আছে।