কোন ভাইরাস ক্যান্সার রোগের জন্য দায়ী?


বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী। জরায়ুমুখের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। প্রতিবছর বিশ্বে জরায়ুমুখের ক্যান্সারের পাঁচ লাখ নতুন রোগী শনাক্ত হয়, এবং দুই লাখ ৭০ হাজার নারী এ ক্যান্সারে মারা যায়। ২০১২ সালে, ,২৮,০০০ জন মহিলা জরায়ু ক্যান্সার এ আক্রান্ত হয় তার মধ্যে ২,৬৬,০০০ জন মৃত্যুবরণ করেন। 

cancer cell, image

cancer cell, image 2

cancer cell 1, image


এই ক্যান্সারের ভয়াবহতার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১১তম এবং প্রতি এক লাখে মৃত্যুহার ১৭.৯। বাংলাদেশে সব ক্যান্সার এর মধ্যে ২৫% ই জরায়ুর ক্যান্সার