সংক্ষেপে এটি একটি মৃতপ্রায় নক্ষত্রের বা তারকার বিস্ফোরণ। এতে তৈরী হওয়া আলোর উজ্জলতা একটি সম্পূর্ণ গ্যালাক্সির উজ্জলতাকে ছাড়িয়ে যেতে পারে ।
যখন নক্ষত্রের অভ্যন্তরস্থ বহির্মুখী চাপ যথেষ্ট পরিমাণ কমে য়ায় এবং এটি আর মহাকর্ষীয় আকর্ষণ বলকে ঠেকিয়ে রাখতে পারে না, তখন নক্ষত্রে ঘটে এক প্রচণ্ড অন্তস্ফোটন (Implosion)। বিস্ফোরণে নক্ষত্রটির বেশীরভাগ ভরই এর কেন্দ্রে সংকুচিত হয়ে পড়ে।