বাংলাদেশ, ইন্ডিয়া ও মায়ানমারের সীমানা
মিলিত হয়েছে যে একই বিন্দুতে তার নাম তিনমাথা পিলার। এর অবস্থান রাঙ্গামাটির জেলার
বিলাইছড়ি উপজেলার একটি দুর্গম পাহাড়“তিন মাথার পাহাড়” -এ।
এই পিলারে ইন্ডিয়ার পতাকা অনেক আগেই একেছিলু বিএসএফ
কিন্তু বাংলাদেশ ও মিয়ানমারের সাইড এতদিন খালি ছিল। অবশেষে গত ৮ই এপ্রিল বাংলাদেশের
কয়েকজন তরুণ তা বাস্তবায়ন করেন। তারা সেখানে মায়ানমারেও পতাকা আঁকেন।