ঢাকা কবে পৌরসভা হয়?

ঢাকা সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা (মিউনিসিপালিটি) প্রতিষ্ঠিত হয়। আর ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে তারও অনেক আগে।

nogor vobon -আমার বিশ্ব, image


১৬০৮ সালে সুবেদার ইসলাম খাঁর মাধ্যমে ঢাকা প্রথম সুবা বাংলার রাজধানী হিসেবে যাত্রা শুরু করে।