সংকর জাতি বাঙালি। এ দেশে অনার্য, আর্য, মঙ্গল, দ্রাবিড়, পুর্তগিজ, ইংরেজসহ অনেক জাতির আগমন ঘটে। ইতিহাস থেকে এটা প্রমানিত যে এ দেশ অনার্য অর্থাৎ অস্ট্রিক গোষ্ঠীর অধীনে ছিল।
এদের পর কমপক্ষে ১৪০০ বছর পর বঙ্গদেশে আর্য ও দ্রাবির জাতি আগমন করে। এটা অনুমিত যে ৫০০০ থেকে ৬০০০ বছর আগে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে ঘটে। যেহেতু অস্ট্রিক জাতিই এ দেশে প্রথম আসে তাই এটা বলা যায় যে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠে।
এদের পর কমপক্ষে ১৪০০ বছর পর বঙ্গদেশে আর্য ও দ্রাবির জাতি আগমন করে। এটা অনুমিত যে ৫০০০ থেকে ৬০০০ বছর আগে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে ঘটে। যেহেতু অস্ট্রিক জাতিই এ দেশে প্রথম আসে তাই এটা বলা যায় যে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠে।