বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার কে?


বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার
বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসু খাঁকে  টঙ্গীর গার্মেন্টস কর্মী শাহিদা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২.০৪.২০১৫) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুনাভ চক্রবর্তী এ দণ্ডাদেশ দেন। রসু খাঁর বিরুদ্ধে একে একে ১১ নারীকে হত্যার দায়ে অভিযুক্ত এটি প্রথম রায়।


বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার
রসু খা ছিলেন চাঁদপুরের মদনা গ্রামের এক সময়ের ছিঁচকে চোর। প্রেমে ব্যর্থ হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হন তিনি। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে মসজিদের মাইক চুরির মামলায় তিনি ধরা পড়েন। এরপর তার লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করেন ১১ নারীকে হত্যার কথা। রসু খাঁর টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। রসু যাদের হত্যা করেছে তাদের প্রায় সবাই ছিল গার্মেন্টস কর্মী। প্রেম-ভালবাসার অভিনয় করে নিম্নবিত্ত পরিবারের মেয়েদের ঢাকা ও টঙ্গি এলাকা থেকে চাঁদপুরে এনে প্রত্যন্ত এলাকায় নিয়ে যেতেন এবং তাদেরকে ধর্ষণের পর হত্যা করতেন।